দেশজুড়ে
৫০ কিলোমিটার দূরে গাড়িতে কম্বল নিয়ে এসপি!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ জীবনে কোনো পুলিশ শীতের সকালে আমাগো দারে আয় নায়। প্রথম পুলিশের কম্বল হাতে পাইছি। সে (পুলিশ সুপার) আমাগো জেলার সবার বড়। হে নিজে শীতের মধ্যে দাঁড়িয়ে আমার হাতে কম্বল হাতে দেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৮টায় এভাবেই বলছিলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার অসহায় ৬০ বছর বয়সী ফুলবানু।
একই এলাকার ছিন্নমূল পঞ্চাশ বছর বয়সী হারুন মিয়া বলেন, গায়ে দেয়ার মতো কোনো গরম কাপড়ও আমার ছিল না। শীতের মধ্যে অনেক কষ্ট লাগছিল। হঠাৎ একটা গাড়ি থেমে আমার গায়ে কম্বল দিয়ে দিয়েছে। যে গায়ে চাদর দিয়েছে তিনি জেলার বড় স্যার (পুলিশ সুপার)।
কয়েকজন পুলিশ সদস্য জানান, বর্তমান পুলিশ সুপার স্যার অনেক পরিশ্রমী মানুষ। সারাদিন অসহায় মানুষের কথা ভাবেন। এ শীতে অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষগুলো কীভাবে কাটাবে? তাদের কষ্ট লাঘবে জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরে অসহায় মানুষগুলোর কাছে কম্বল নিয়ে ছুটে গেছেন তিনি।
পুলিশ সুপার মো. মাইনুল হাসান জানান, প্রত্যন্ত এলাকায় গিয়ে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিচ্ছি। আজ ১০০ অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের মাঝে আরও কম্বল বিতরণ করা হবে।
/এএস