বিশ্বজুড়ে

৫০০ দুর্নীতিগ্রস্তদের জেলে পাঠাতে চান ইমরান খান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দুর্নীতি দমনে চীনা নীতি অনুসরণ করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার (৯ অক্টোবর) চীনের রাজধানী বেইজিংয়ে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সম্মেলনে দেয়া ভাষণে আক্ষেপ করে ইমরান বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদাহরণ অনুসরণ করে ৫০০ দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে জেলে পাঠাতে চান তিনি।

ইমরান খান আরও বলেন, তিনি শুনেছেন চীনের মন্ত্রী পর্যায়ের প্রায় ৪শ’ ব্যক্তির দুর্নীতি প্রমাণিত হয়েছে এবং পরে তাদের জেলে পাঠানো হয়েছে। পাকিস্তানের বিনিয়োগের ক্ষেত্রে দুর্নীতি একটি বড় বাধা বলেও মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী।

অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার চীন সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গেল এক বছরের মধ্যে এটা ইমরানের তৃতীয় সফর।

Related Articles

Leave a Reply

Close
Close