দেশজুড়ে

৫০তম বাজেট পেশ আজ

ঢাকা অর্থনীতি ডেস্ক: দুই লাখ ১৪ হাজার কোটি টাকা ঘাটতি ধরে আজ পেশ করা হচ্ছে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট। যার আকার ৬ লাখ ৩ হাজার কোটি টাকা। উন্নয়ন ব্যয় খাতে বরাদ্দ প্রস্তাব হবে ২ লাখ ২৫ হাজার কোটি টাকা। গুরুত্ব পাবে স্বাস্থ্যখাত, বাড়বে বরাদ্দ।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে নিজের তৃতীয় এবং দেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবারের বাজেটের প্রাধান্য পাচ্ছে জীবন এবং জীবিকা। করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের টেনে তুলতে বাজেটে থাকবে উদ্যোগ। সম্ভাব্য রাজস্ব আয়ের লক্ষ্য ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এনবিআরের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাজেটের বিশাল ঘাটতি মেটাতে, বাড়ছে বৈদেশিক ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা। যার আকার ৯৭ হাজার কোটি টাকা।

চলতি অর্থবছরের চেয়ে কমিয়ে ব্যাংক ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭৬ হাজার কোটি টাকা। আর সঞ্চয়পত্র থেকে নেয়া হবে ৩২ হাজার কোটি টাকা। যা গেল অর্থবছরের মূল বাজেটের লক্ষ্যের চেয়ে ৭ হাজার কোটি টাকা বেশি।

Related Articles

Leave a Reply

Close
Close