কৃষিব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

৪ শতাংশ সুদে কৃষিঋণ দেবে সরকার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শস্য উৎপাদনে সরকার চার শতাংশ সুদে কৃষিঋণ দেবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সমবায়ী কৃষকদের সিঙ্গেল ডিজিটে সুদ হারে কৃষিঋণ প্রদানে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা বাস্তবায়নে বিআরডিবির মাধ্যমে ‘দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচি’ শীর্ষক প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের আওতায় কৃষকরা অপ্রধান শস্য উৎপাদনে চার শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।

এছাড়া ‘পল্লী উৎপাদন বৃদ্ধিকল্পে বিআরডিবির অদম্য অভিযাত্রা প্রকল্প’ শীর্ষক প্রকল্পের আওতায় ৮ শতাংশ সুদে সমবায়ী ঋণ প্রদানের প্রস্তাব করা হয়েছে। এ সময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) একটি প্রকল্পের আওতায় এ ঋণ দেয়া হবে এবং শিগগিরই এ প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানান প্রতিমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Close
Close