দেশজুড়েপ্রধান শিরোনাম
৪ ফেব্রুয়ারির মধ্যে সুরক্ষা অ্যাপ গুগল প্লে স্টোরে দেয়া হবেঃ স্বাস্থ্যের ডিজি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ (কোভিড-১৯) করোনা ভাইরাসের টিকার নিবন্ধনের জন্য আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে সুরক্ষা অ্যাপ গুগল প্লে স্টোরে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
রোববার রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
খুরশীদ আলম বলেন, আইসিটি মন্ত্রণালয় আমাদের বলেছে, ৪ তারিখের মধ্যে ওই অ্যাপ মোবাইলে পাওয়া যাবে। এর মধ্যে গুগল প্লে স্টোরে অ্যাপ দেয়া হবে।
গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশন www.surokkha.gov.bd সীমিত আকারে উন্মুক্ত করা হয়।
সোমবারের মধ্যে দেশের সব জায়গায় করোনা ভাইরাসের টিকা পৌঁছে যাবে বলেও সাংবাদিকদের জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ।
/এন এইচ