প্রধান শিরোনামশিল্প-বানিজ্যশেয়ার বাজার

৪ দিনে মূলধন কমেছে ৮ হাজার কোটি টাকা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ দিনেও সূচকের পতন অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা ছয় দিনে গড়ালো দর পতনের ধারা। ফলে কমেছে  লেনদেন ও বাজার মূলধন। গত ৪ দিনে প্রায় ৮ হাজার কোটি টাকার মূলধন হারিয়েছে। অন্যদিকে দেড় মাসের মধ্যে ডিএসইর প্রধান মূল্যসূচক সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে। গত চার দিনে মূল্যসূচকও কমেছে ১০০ পয়েন্ট।

অব্যাহত দর পতনে প্রতিনিয়ত বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন লাখ লাখ বিনিয়োগকারী। দিনের পর দিন দর পতন হওয়ায় ধীরে ধীরে তলানিতে যাচ্ছে শেয়ারবাজার।
গতকাল ডিএসই’র বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৭২ হাজার ৪৬৮ কোটি টাকা। এর আগে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ছিল ৩ লাখ ৮০ হাজার ৮৪৫ কোটি টাকা।

অর্থাৎ ৪ দিনে বাজার মূলধন কমেছে ৮ হাজার ৩৭৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচিত সময়ে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ৪৫০ কোটি ১০ লাখ ডলার, যা গত অর্থবছরের চেয়ে ৩৬.৮১ শতাংশ বেশি। এর মধ্যে নিট এফডিআই বেড়েছে ৪২.৮৬ শতাংশ। এফডিআই বাড়লেও দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ ব্যাপক হারে কমেছে। চলতি অর্থবছর পুঁজিবাজারে মাত্র ১৭ কোটি ২০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, যা আগের অর্থবছর ছিল ৩৪ কোটি ৯০ লাখ ডলার।

এ হিসাবে ১৭ কোটি ৭০ লাখ ডলারের বিনিয়োগ কম। এ হার ৫০.৭১ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে। বাজার স্থিতিশীল ও ডলারের দাম কমলে বিদেশিরা আবারও পুঁজিবাজারে আসবে- এমন প্রত্যাশা তাদের।

Related Articles

Leave a Reply

Close
Close