ঢাকা অর্থনীতি ডেস্কঃ ‘সান্ড কি আঁখ’খ্যাত বলিউড প্রযোজক নিধি পারমার হিরনন্দানি। তিনি দারুণ এক উদ্যোগ নিয়েছেন।
সান্ড কি আঁখ ছবির পরিচালক তুষার হিরনন্দানির স্ত্রী তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিধি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই শিশুপুত্রের জন্ম দেন তিনি। সন্তানের জন্মের পর থেকে তাঁর বুকের দুধ প্রচুর পরিমাণে নিঃসৃত হতো।
সন্তানের খিদে মেটার পরও অনেকটা দুধ বাড়তি থেকে যেত। প্রথম প্রথম তিনি তা ফ্রিজে সংরক্ষিত করে রাখতেন। কিন্তু সেই সংরক্ষণের পরিমাণ ক্রমেই বাড়তে থাকে। আর নিধি তা নষ্ট করতে চাইছিলেন না।
এরপরই বুকের দুধ সম্পর্কে ইন্টারনেটে পড়াশোনা করেন বলিউড প্রযোজক। তখন তিনি দুধ দান করার কথা জানতে পারেন। নিজের গাইনোকলোজিস্টের কাছে পরমর্শ নিয়ে নিধি মুম্বাইয়ের খার এলাকার সূর্য হাসপাতালের মিল্ক ব্যাংকে বুকের দুধ দান করেছেন।
করোনায় বিপর্যস্ত পৃথিবীতে অসহায় মানুষকে দিন পার করতে হয়েছে খাবারের কষ্ট নিয়ে। যেসব মায়েরা খাবারের অভাবে শিশুদের দুধ পান করানো নিয়ে কষ্ট করেছেন তাদের নিয়ে নিধি ভেবেছেন। অসহায় সেসব মায়েদের শিশুদের তিনি নিজের বুকের দুধ দান করেছেন। স্নেহের মূল্য বুঝেই করোনাকালে সদ্যোজাতদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। অন্যের শিশুদের ক্ষুধা মেটাতে দান করলেন ৪২ লিটার স্তন্যদুগ্ধ।
/আরএম