বিশ্বজুড়ে

৪০০ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কিশোরীর

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিড় জেলায় ১৬ বছরের এক কিশোরীকে ছয় মাস ধরে চারশ জন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

ওই কিশোরীর দাবি, থানায় অভিযোগ করতে গিয়ে পুলিশের এক কর্মীর লালসার শিকারও হতে হয়েছে তাকে। বর্তমানে ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা। এ বিষয়ে চলতি সপ্তাহে অভিযোগ দায়ের হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, কয়েক বছর আগে কিশোরীর মা মারা যান। প্রায় আট মাস আগে তার বিয়ে দিয়ে দেন বাবা। কিন্তু শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে বাড়ি ছেড়ে বাসস্ট্যান্ডে ভিক্ষাবৃত্তি শুরু করে ওই কিশোরী। সেখানেই তার ওপর টানা যৌন নির্যাতনের ঘটনা ঘটে।

বিড় জেলা পুলিশ সুপার জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শিশুবিবাহ, ধর্ষণ, যৌননিগ্রহ এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ছয় মাসে ৪০০ জন কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এক পুলিশকর্মীও ধর্ষণে অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close