তথ্যপ্রযুক্তি

৪শ কোটি মাইল দূর থেকে পৃথিবী কেমন দেখায়

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চারদিকে অন্ধকার। মাঝে একটা লম্বা আলোকরেখা। সে আলোকরেখার মাঝে ছোট্ট একটি সাদা বিন্দু দেখা যায়। আসলে এটি দেখতে বিন্দু মনে হলেও আদৌ তা নয়।

এটি আমাদের পৃথিবীর ছবি, যে গ্রহে আমরা বাস করছি। এখান থেকে ৪০০ কোটি মাইল দূরে পৃথিবীকে ঠিক এমনই দেখায়। আজ থেকে ৩০ বছর আগে মহাকাশযান ভয়েজার-১ এ ছবিটি পাঠায়।

দিনটি ছিল ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে উৎক্ষেপিত ভয়েজার-১ মহাকাশযান সৌরজগতের সীমানা ছাড়িয়ে আন্তনাক্ষত্রিক শূন্যতায় প্রবেশ করবে, ঠিক সে সময় জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান এক মিনতি জানান নাসার বিজ্ঞানীদের কাছে।

তিনি বলেন, ‘ভয়েজারকে একবারের জন্য পৃথিবীর দিকে ফিরে তাকাতে নির্দেশ করুন, প্লিজ।’ নাসা সে অনুরোধ রেখেছিল, ভয়েজার মাত্র একবার পেছন ফিরে তাকায়। এর পরই সৃষ্টি হয় ইতিহাস।

পৃথিবীর একটি মাত্র ছবি তোলে ভয়েজার। আর ওই ছবিটি তোলা হয় ৪০০ কোটি মাইল দূর থেকে। ঐতিহাসিক এ দিনটির ৩০ বছর পূর্তিতে গত ১৩ ফেব্রুয়ারি নাসা তাদের ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করে।

Related Articles

Leave a Reply

Close
Close