খেলাধুলা
৩-০ তে এগিয়ে থেকে সিরিজ পকেটে পুরেছে কিউইরা
ঢাকা অর্থনীতি ডেস্ক: তৃতীয় টি-টোয়েন্টিতে ফিন অ্যালেনের রেকর্ডগড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে এগিয়ে থেকে সিরিজ পকেটে পুরেছে কিউইরা।
ভালো শুরুর ইঙ্গিত দিলেও কিউইদের উদ্বোধনী জুটি ভাঙে ২৮ রানে। ব্যক্তিগত ৭ রানে ডেভন কনওয়েকে নিজের শিকারে পরিণত করেন হারিস রউফ। এরপর ফিন অ্যালেন সেইফার্টকে নিয়ে গড়ে তোলেন প্রতিরোধ। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন শতরানের জুটি। সেইফার্ট ৩১ রানে আউট হলেও ফিন থামেন সেঞ্চুরি হাঁকিয়ে। তার ৬২ বলে ১৩৭ রানের টর্নেডো ইনিংসে ২২৪ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড।
টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার ফিন অ্যালেনের ঝড়ো ইনিংসে ভর করে ৭ উইকেটে ২২৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ২২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ৯ উইকেটে ১৭৯। ৪৫ রানের জয় পায় স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে নেমে সায়েম আইয়ুবের উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে বাবর আজমকে সাথে নিয়ে প্রথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা চালান মোহাম্মদ রিজওয়ান। ২৪ রানে ফেরে রিজওয়ান। বাবর হাঁকান ফিফটি (৫৮), কিন্তু সেটা দলের জয়ে ভূমিকা রাখতে পারেনি। শেষের দিকে মোহাম্মদ নওয়াজ করেন ১৫ বলে ২৮ রান। কিউইদের পক্ষে টিম সাউদি তুলে নেন ২টি উইকেট।
/এএস