দেশজুড়ে
৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ শুরু
ঢাকা অর্থনীতি ডেস্কঃ টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) বগির দুটি চাকা মেরামতের পর বিকেল সাড়ে ৪টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দুপুর পৌনে ২টার দিকে একটি বগির দুটি চাকা লাইনচ্যূত হয়। এতে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়সহ বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, ট্রেন সেতুতে উঠার আগ-মূহূর্তে দুটি চাকা লাইনচ্যূত হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
পরে রেলওয়ে প্রকৌশলীদের তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যূত বগিটি লাইনে তোলা সম্ভব হলে বিকেল সাড়ে ৪টায় পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।