বিনোদন
৩৮৩০ কোটি টাকায় বেজসের বিবাহবিচ্ছেদ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ অবশেষে ৩৮৩০ কোটি টাকা (৩৮.৩ বিলিয়ন মার্কিন ডলার) চুক্তিতে চূড়ান্ত হলো বেজস দম্পতির বিবাহবিচ্ছেদ।
শুক্রবার (৫ জুলাই) আদালতে বিচ্ছেদের চুক্তিটি সম্পন্ন হয়।
এ কারণে জেফ বেজসকে ৩৮.৩ বিলিয়ন ডলার দিতে হলো তাঁর স্ত্রী ম্যাকেনজি বেজসকে। চুক্তি অনুযায়ী ম্যাকেনজি বেজস বিয়ে বিচ্ছেদের পর আমাজনডটকমের ১৯.৭ মিলিয়ন শেয়ার পেলেন, যা প্রতিষ্ঠানের ৪ শতাংশের মালিকানা। এই মালিকানা পাওয়ার পরই ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে তিনি উঠে এলেন ২২ নম্বরে।
জেফ বেজসের নিয়ন্ত্রণে থাকল আমাজনের ১২ শতাংশ শেয়ার। যার সম্পদমূল্য ১১৪.৮ বিলিয়ন ডলার। ফলে এখনো তিনিই থাকছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। গত জানুয়ারিতে আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজস এবং স্ত্রী ম্যাকেনজি বেজস আর একসঙ্গে থাকছেন না বলে গণমাধ্যমে খবর আসে। পরবর্তী সময় তাঁরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে আসেন। ২৫ বছরের দাম্পত্য জীবনে তাঁদের চারটি সন্তান রয়েছে।
ম্যাকেনজি বেজস গত মে মাসে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তিনি তাঁর সম্পদের অর্ধেক দান করবেন মানব কল্যাণে। যে তহবিলে এরই মধ্যে ধনকুবের ওয়ারেন বাফেট ও বিল গেটস নিজের সম্পদ দান করেছেন।