দেশজুড়ে

৩৬ কোটি টাকার গরমিলের সত্যতা মিলেছে রূপপুরে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গ্রিন সিটি আবাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুই তদন্ত কমিটি।

‘বালিশকাণ্ড’ বলে পরিচিত প্রকল্পের ক্রয়কৃত মালামালের প্রকৃত মূল্য অপেক্ষা ৩৬ কোটি ৪০ লাখ টাকা বেশি দেখানো হয়েছে। যা সরকারকে ফিরিয়ে দেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

সোমবার (১৫ জুলাই) এক হাজার পৃষ্ঠার অধিক এ প্রতিবেদন জমা দেয়া হয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রকল্প এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য বিছানা, বালিশ ও আসবাবপত্র অস্বাভাবিক মূল্যে ক্রয় দেখানোর অভিযোগের সত্যতা মিলেছে। বালিশ-কাণ্ডসহ বিভিন্ন ঘটনায় ৩৬ কোটি ৪০ লাখ ৯ হাজার টাকার গরমিল পাওয়া গেছে। এ ঘটনায় গণপূর্ত বিভাগের পাবনার নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ৫০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

তদন্ত প্রতিবেদনটি আগামী ২১ জুলাই হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হবে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন বেঞ্চ প্রতিবেদনটির শুনানি করবেন।

Related Articles

Leave a Reply

Close
Close