প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য
Trending

৩১ মার্চ পর্যন্ত কোচিং সেন্টারও বন্ধ থাকবে : শিক্ষামন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কোচিং সেন্টারও বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ১৮ ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষার্থীদের এ সময় ঘরে থাকার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডা. দীপু মনি এ তথ‌্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেহেতু ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তাই এ সময়ে কোচিং সেন্টাগুলোও বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা মানে বাইরে ঘোরা ফেরা করা যাবে না। ’

প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এই বন্ধের আওতায় থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close