বিনোদন

৩০ হাজারের বিকিনি পরে আলোচনায় মীরা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বলিউড ডিভা নন। বড় পর্দায় দেখাও যায়নি তাকে। নেই ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ এর সঙ্গে সম্পর্ক। তবে কোনও নায়িকার থেকে কমকিছু যান না। যে কোনও নায়িকাকে টক্কর দিতে পারেন তিনি। প্রায়শই লাইমলাইটে থাকতে দেখা যায় শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতকে।

সম্প্রতি ছুটি কাটাতে শহিদের সঙ্গে গোয়া গিয়েছিলেন মীরা রাজপুত। সেখানকারই একটি বিকিনি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন মীরা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রামে মেরুন মনোকিনি পরা একটি ছবি পোস্ট করেছেন মীরা। দেখা যাচ্ছে, পুলের সামনে খয়েরি রঙের টু পিসে খোলা চুলে দাঁড়িয়ে মীরা। বিকিনির সঙ্গে গায়ে দিয়েছেন পাতলা প্রিন্টেড শ্রাগ। তবে পোশাকের থেকেও বেশি নজর কেড়েছে মীরা রাজপুতের ছবির ক্যাপশন।

একটু হেঁয়ালি করে শহিদপত্নী লিখেছেন, ‘বিকিনি বডি অনেকটা অ্যাভোকাডোর মত। সারা জীবন তুমি এমন দেহ পাওয়ার জন্য অপেক্ষা করবে, কিন্তু একদিনেই আবার সেটা নষ্ট হয়ে যেতে পারে।’ এর সঙ্গেই #ড্রিমিং জুড়ে দিয়েছেন মীরা।

ছবি পোস্ট হওয়ার এক ঘণ্টার মধ্যেই ৮০ হাজারের ওপর লাইক পড়েছে এই ছবিতে। জানা গেছে, মীরা রাজপুতের বিকিনির দাম ২৮ থেকে ৩০ হাজারের মধ্যে।

দিন কয়েক আগেই শাহিদের সঙ্গে গোয়ায় ছুটি কাটিয়ে এলেন তিনি। একান্তে সময় কাটানোর মুহূর্তগুলি শহিদ গোপনে রাখলেও, মীরা কিন্তু ‘শো-অফ’ করতে পিছুপা হননি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close