তথ্যপ্রযুক্তিদেশজুড়ে

৩০ অক্টোবরের মধ্যে ফাইভ-জি সেবা চালুর নির্দেশ

ঢাকা অর্থনীতি ডেস্ক: ৩০ অক্টোবরের মধ্যে গুলশান-বনানীসহ বেশ কয়েকটি স্থানে বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালু করতে মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের গ্রাহকসেবার মান (কলড্রপ ইত্যাদি) নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ৩০ অক্টোবরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, চট্টগ্রাম বন্দর, গুলশান, বনানী এলাকায় বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালু করতে হবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে ফাইভ-জি তরঙ্গ নিলামের প্রায় দুই বছর পর লাইসেন্সিং নীতিমালা প্রকাশ করে বাংলাদেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

নীতিমালা অনুযায়ী, ৫জি লাইসেন্সপ্রাপ্ত চার প্রতিষ্ঠানকে দ্বিতীয় বছরের শুরু থেকে সব ধরনের ফাইভ-জি সেবা চালু করার সক্ষমতা অর্জন করতে হবে। এসব সেবার মধ্যে আছে স্মার্ট সিটি, স্মার্ট হোম, ইনটেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, স্মার্ট গ্রিডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা।

‘রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনস ফর সেলুলার মোবাইল সার্ভিসেস ইন বাংলাদেশ’ নামের এই সমন্বিত নীতিমালা ৫জির পাশাপাশি ২জি, ৩জি ও ৪জি প্রযুক্তির জন্যও প্রযোজ্য হবে।

২০২২-এর মার্চে দেশের চারটি মোবাইল অপারেটর গ্রাহকদের ফাইভ-জি সেবা দেয়ার উদ্দেশ্যে ১২৩ কোটি মার্কিন ডলারে ১৯০ মেগাহার্জ তরঙ্গ কিনে

Related Articles

Leave a Reply

Close
Close