দেশজুড়েপ্রধান শিরোনাম
২ সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হবে
ঢাকা অর্থনীতি ডেস্ক: ২ সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এছাড়া, ধাপে ধাপে কয়েক লাখ শ্রমিক পাঠানো হবে বলেও জানান মন্ত্রী।
বৃহস্পতিবার (২১ জুলাই) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০৩০ সালের এক্সপোতে সৌদি আরবকে ভোট দেবে বাংলাদেশ। দেশটির বাদশাহ ঢাকাকে চিঠি পাঠিয়েছেন।
মোমেন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জ্বালানির ব্যাপারে এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সঙ্গে দীর্ঘকালীন জ্বালানি উৎপাদনে চুক্তির বিষয়ে ড্রাফট চালাচালি চলছে।
তিনি বলেন, জ্বালানি আমদানির ক্ষেত্রে একক অঞ্চলের ওপর নির্ভর করে না থেকে বিভিন্ন উৎসের দিকে নজর দেয়া জরুরি।
/এএস