প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য
২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নতুন করে করে এমপিওভুক্ত করা হলো ২৭৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে বহু শিক্ষক-কর্মচারীর বহু দিনের প্রত্যাশা পূরণ হলো।
বুধবার (২৩ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নীতিমালা অনুযায়ী যারা নির্দেশনা ধরে রাখতে পারবে না তাদের এমপিও বাতিল করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে দারিদ্রমুক্ত করার জন্য শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। উন্নত জাতি গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাকে মানুষের দোরগোড়ায় নিতে কাজ করছে সরকার। মানসম্মত শিক্ষার জন্য নীতিমালার প্রণয়ন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হলে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি বাতিল করা হবে। স্কুল পর্যায় থেকেই কারিগিরি শিক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর উল্লেখ করে প্রধানমন্ত্রী শিক্ষার মান ও পরিবেশ যেন সুন্দর হয় সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।