দেশজুড়েপ্রধান শিরোনাম
২৫ দিন পর মুক্ত হল ওয়ারী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ শেষ হয়েছে ওয়ারীর লকডাউন। বাসা-বাড়ি থেকে রাস্তায় বের হয়েছেন বাসিন্দারা। খুলেছে চায়ের দোকান, রয়েছে মোড়ে মোড়ে জটলা। এলাকাবাসী মনে করছেন, স্বাভাবিক হয়েছে সবকিছু। তাই মনের আনন্দে ঘোরাফেরা করছেন তারা।
শনিবার (২৬ জুলাই) সকালে থেকে ওয়ারী এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি রাস্তার মোড়ে রয়েছে রিকশাচালকদের ভিড়, ভ্যানে করে সবজি বিক্রি শুরু করেছেন বিক্রেতারা, রয়েছে হকারদের হাঁকডাক, এলাকার দোকানিরা দোকানপাট খুলতে শুরু করেছে, খুলেছে এলাকার ছোট ছোট চায়ের দোকানগুলোও। সবমিলিয়ে আগের রূপে ফিরে এসেছে ওয়ারী।
২৫ দিন লকডাউন থাকার পর আজ কেমন মনে হচ্ছে– এমন প্রশ্নের উত্তরে ওই এলাকার বাসিন্দা বলেন, ‘সকাল থেকে সবকিছু আগের মতোই হয়ে গেছে। এখন মুক্ত মনে হচ্ছে। তবে লকডাউন কতটা কার্যকর হয়েছে সেটা বলতে পারছি না।’
আরেক বাসিন্দা বলেন, ‘২৫ দিন এলাকা থেকে বের হতে দেওয়া হয়নি। সামনে ঈদ চলে এসেছে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছি। লকডাউন চলাকালে আয়-রোজগার ছিল না। ভালোর জন্য লকডাউন দিলেও আজ থেকে তো আবার স্বাভাবিক। সংক্রমণ তো এখন থেকে বাড়তে পারে।’
২৫ দিন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ওই এলাকা দোকানিরা। দোকানে থাকা সব পচলশীল খাদ্যই পচে গেছে। বাসা বেধেছে ইঁদুর। নষ্ট করেছে দোকানের অন্যান্য মালামাল। তাই এগুলো পরিষ্কার করতে শুক্রবরা রাত থেকেই কাজ করে যাচ্ছেন। তারা বলছেন, সামনে ঈদ কোনও ব্যবসা হয়নি। সবমিলিয়ে অনেকটা আর্থিক ক্ষতি হয়েছে।
মুদি দোকানদার পিয়ার আলী বলেন, ‘দোকানে থাকা পেঁয়াজ, আদাসহ অন্যান্য কাঁচামাল পচে গেছে। অনেকগুলো আইটেম ইঁদুরে কেটেছে। শুক্রবার রাত থেকে এগুলো পরিষ্কার করছি। লকডাউন ভালো হয়েছে কিনা সেটা জানি না, তবে আমাদের আর্থিক ক্ষতি হয়েছে।’
আরেক ব্যবসায়ী বলেন, ‘একমাস দোকান বন্ধ ছিল। সামনে ঈদ আসছে। দোকানের তেমন কোনও মালামাল নেই, বেচাবিক্রি নেই। নতুন মাল উঠাতে পারিনি। এখন সাত দিনের বেচা-বিক্রিতে কী আর ঈদের খরচ উঠবে?’
লকডাউন ওয়ারীর জন্য কতটুকু কার্যকর হলো এ বিষয়ে জানতে চাইলে ওই এলাকার কাউন্সিলর সারোয়ার হাসান আলো বলেন, ‘২৫ দিনের লকডাউনে এলাকার জনগণ আমাদের সহযোগিতা করেছে। করোনার সংক্রমণের হার এখন কমে যাবে। কারণ আমরা আইডেন্টিফাই করতে পেরেছি কারা কারা আক্রান্ত আছে। এর মধ্যে অনেকেই সুস্থ হয়েছে। কোরবানির ঈদ পর্যন্ত এলাকাবাসীর জন্য বিনামূল্যে করোনা টেস্টের সুবিধা এখনও রয়েছে। খোলা রয়েছে বুথ।
/এন এইচ