আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য

২৫ আগস্ট আবারও ট্যানারি মালিকদের বৈঠক

ঢাকা অর্থনীতি ডেস্ক: কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্যানারি মালিক, আড়তদার ও এফবিসিসিআই’র ত্রিপক্ষীয় বৈঠক। এ সময় ট্যানারি মালিকদের বকেয়া অর্থ পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নিতে ২৫ আগস্ট আবারও বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম জানান, চামড়া শিল্পে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুতই একটি নীতিমালা করা হবে। এ সময় তিনি আরও বলেন, চলতি মাসের ৩১ তারিখের মধ্যে আড়তদারদের বকেয়া পাওনার বিষয়ে ট্যানারিগুলোর তালিকা চূড়ান্ত করা হবে।
বৈঠকে পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীরা বিগত ২৫ বছরের বকেয়া টাকা তিন ধাপে দেয়ার দাবি জানান। তবে ট্যানারি মালিকদের পক্ষ থেকে জানানো হয়, পুরো টাকা এক সঙ্গে পরিশোধ করা সম্ভব না।

Related Articles

Leave a Reply

Close
Close