দেশজুড়েশিল্প-বানিজ্য

২৪ হাজার উদ্যোক্তা সৃষ্টি করবে ‘বিডা’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ২০২০ সালের মধ্যে সারাদেশে ২৪ হাজার নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন নামে একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা।

বুধবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁ-এ বিডা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে, প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় পুঁজি সরবরাহে নানামুখী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দুইবছরে দেশের প্রতিটি জেলা থেকে গড়ে ৩৭৫ জন উদ্যোক্তা উন্নয়ন করা হবে। উদ্যোক্তা হতে আগ্রহীরা আগামী ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঢাকার বাইরের বিভাগীয় শহরে নির্ধারিত কিছু পয়েন্টে সরাসরি নাম নিবন্ধন করতে পারবেন।

রাজধানী ঢাকায় ২৫ টি পয়েন্টে নিবন্ধন কার্যক্রম চলবে ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া ইমেইল, টোলফ্রি ফোনকলেও নাম নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।

প্রকল্পের প্রচারণার অংশ হিসেবে ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউবের মত ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হবে বলে জানানো হয়। একমাসের নিবিড় প্রশিক্ষণে অংশ নিতে উদ্ভাবনী উদ্যোক্তাদের শিক্ষাগত কোন যোগ্যতার শর্ত রাখা হয়নি।

Related Articles

Leave a Reply

Close
Close