প্রধান শিরোনামস্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৬৮৭ জন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৬৮৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ২৩৫ জনে। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১৪ হাজার ৬৩৯ জন।

শুক্রবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া যায়।

কন্ট্রোল রুম জানায়,বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগী ভর্তি আছে ৬ হাজার ৫৮২ জন। ঢাকার ৩৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে চার হাজার ৬১৩ জন। ঢাকা বিভাগসহ ছয় বিভাগে নতুন ভর্তি হওয়া ১ হাজার ৬৮৭ জন।

সরকারি এই সংস্থা বলছে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা গিয়েছেন ১৪ জন। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা কয়েকগুণ বেশি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close