করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম
২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২২০ জনের মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২০ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৩৯ জনে।
গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৬৮ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৬৭ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ জন ৫২১ জন।
এর আগে, গতকাল রোববার ২৩০ জনের মৃত্যু খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৬ হাজার ৪১৯ জন। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয় ১১ হাজার ৮৭৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন।
/এন এইচ