করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

২৪ ঘণ্টায় আবারও দেশে করোনায় রেকর্ড শনাক্ত, মৃত্যুও বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদকঃ দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত আরও ১১৫৯ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ১৮ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৫৪৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, (কোভিড ১৯) করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১১৫৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৮৫ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন।

দেশে (কোভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Jak připravit dokonalé pečené kuře: neexistuje lepší recept než od Jaký obrázek jste
Close
Close