বিশ্বজুড়ে
২৪ ঘণ্টায় গাজায় নিহতের সংখ্যা ১৩৩
ঢাকা অর্থনীতি ডেস্ক: গেলো ২৪ ঘণ্টায় গাজার মধ্য ও দক্ষিণের দু’টি হাসপাতালে মিলেছে ১৩৩টি মরদেহ। তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলের পদাতিক বাহিনী। সেই সাথে অব্যাহত বিমান হামলাও। গত শনিবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে তুরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সি এ খবর জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় বুরেইজ শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় প্রাণ গেছে নারী ও শিশুসহ কমপক্ষে ৭ জনের। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে।
এদিকে দেইর আল বালাহ এলাকায় চারজন ও মাগাজি শরণার্থী শিবিরে নিহত তিনজন। খান ইউনিসে হামলা জোরদারের ঘোষণা দিয়েছে তেল আবিব। পশ্চিমে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বাসিন্দাদের।
বিশ্ব খাদ্য কর্মসূচি- ডাব্লিউএফপি জানিয়েছে, উপত্যকার ৩৬ শতাংশ পরিবার রয়েছে খাদ্যাভাবে। প্রতি ১০ বাসিন্দার মধ্যে ৯ জনের ভাগ্যেই প্রতিদিন জুটছে না খাবার।
/এএস