বিশ্বজুড়ে

২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় আরও ৩৬৮ জনের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসে ইতালিতে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৮০৯ জনের। রোববার (১৫ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান অ্যাঞ্জেলা বোরেল্লির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

অ্যাঞ্জেলা জানান, নতুন করে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৯০ জন। সবমিলিয়ে ইতালিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৪৭।

এ পর্যন্ত দেশটিতে ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩৫ জন।

২০১৯ সালের নভেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে প্রথম সংক্রমিত হওয়া করোনা ভাইরাস ইতোমধ্যেই বিশ্বের ১৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এক লাখ ৬৭ হাজার পাঁচশ ৬৯ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় হাজার চারশ ৫৫ জনের।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close