দেশজুড়েরাজস্বশিল্প-বানিজ্য

২৩১ কোটি টাকা ভ্যাট ফাঁকি, কেএসআরএম গ্রুপের নামে মামলা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রামে রড উৎপাদনকারী প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের বিরুদ্ধে ২৩১ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

ক্রয়-বিক্রয়ের তথ্য গোপন করে গত পাঁচ বছরে ভ্যাট ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। বিগত পাঁচ বছরে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানে এটিই সর্বোচ্চ রাজস্ব ফাঁকির ঘটনা বলে জানান ভ্যাট কর্মকর্তারা।

সম্প্রতি চট্টগ্রামে কেএসআরএম স্টিল প্ল্যান্টে অভিযান চালায় কাস্টমস ও ভ্যাট কমিশনারেট। এ সময় বেশ কিছু নথিপত্র ও কম্পিউটার জব্দের পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির তথ্য বেরিয়ে আসে। কাঁচামাল ক্রয়সহ সব কেনাকাটার বিপরীতে মূসক কর্তন বাধ্যবাধকতা থাকলেও তা মানেনি কেএসআরএম। ২০১৭ থেকে ২০২১ সালের মে পর্যন্ত ক্রয়ের বিপরীতে উৎসে মূসক কর্তনের কোন দলিল উপস্থাপন করতে পারেনি তারা।

চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ‘যেসব প্রতিষ্ঠান যথাযথভাবে ভ্যাট দিচ্ছে না তাদের বিরুদ্ধে অভিযান চলবে।’

সম্প্রতি মালয়েশিয়া ও সিঙ্গাপুরে মামলা থাকা একটি জাহাজ আমদানি করে কেএসআরএমের মালিকানাধীন খাজা শিপব্রেকিং ইয়ার্ড। ওই শিপ ইয়ার্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় জাহাজ আমদানি স্থগিত করেছিল শিল্প মন্ত্রণালয়। আদালতের নির্দেশে গত ৮ই জুলাই ইয়ার্ড থেকে জাহাজটিকে জব্দ করে নৌপুলিশ।

নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান অভিযুক্ত জাহাজটিকে আটক করা হয়েছে।

এর আগেও কেএসআরএম গ্রুপের শুল্ক ও ভ্যাট ফাঁকির ঘটনা উদ্ঘাটন করে কাস্টমস ও ভ্যাট।

/আরএম

Related Articles

Leave a Reply

Vyhledejte nulu mezi písmeny „o“: pouze „génius hádanek“ to Jak správně vysadit maliny na jaře: čas a postup Které potraviny skutečně napomáhají k Jak správně namazat zlaté kuře s Školní dort jako z dětství: tradiční
Close
Close