দেশজুড়ে
২২ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ সড়কে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে।
আটক নারী রহিমা খাতুন (৫৩) শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের মৃত হোছনের স্ত্রী।
জানা গেছে, রবিবার সকাল ৭টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির বিশেষ টহলদল জাদিমোরা জাইল্যাঘাটাস্থ সংলগ্ন প্রধান সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালায়। এ সময় হেঁটে যাওয়ার সময় ওই নারীকে সন্দেহ হলে থামানো হয়। এরপর তার শরীর তল্লাশি কালে বুকের মধ্যে বিশেষ কায়দায় ফিটিং করা ২২ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়। ওই ইয়াবার আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানিয়েছেন, আটক ওই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।