দেশজুড়েপ্রধান শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞার শেষে বুধবার থেকে ফের ইলিশ শিকারে নামবেন জেলেরা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রজনন মৌসুম নির্বিঘ্ন রাখতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। সরকারের দেয়া এ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল বুধবার।
বুধবার রাত ১২টার পর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞার শেষে ফের ইলিশ শিকারে নামবেন জেলেরা। শিকারে নামতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে জেলেদের।
এদিকে সরকার এ নিষেধাজ্ঞা কার্যকর করতে এ সময়ে জেলেদের সহায়তা দিতে নানা উদ্যোগ নিয়েছে। বংশবৃদ্ধি নিশ্চিত করতে এবং ইলিশ যেন জীবনচক্র সম্পন্ন করতে পারে, তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের নেয়া নানা পদক্ষেপের কারণে গত কয়েক বছরে ধারাবাহিকভাবে ইলিশের উৎপাদন বেড়েছে।
ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে বেশ কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। নির্দিষ্ট এ সময়ে ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ। এর লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।
/এন এইচ