দেশজুড়ে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির আসামির মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা ইয়াহিয়া (৬৩) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াহিয়া সিলেটের কানাইঘাট থানার পার্বতপুর দুসরা এলাকার বাসিন্দা।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, সন্ধ্যায় কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ইয়াহিয়া। এসময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মতিঝিল, রমনা, কোটালীপাড়া, গোপালগঞ্জ, ভৈরব ও হবিগঞ্জ থানায় বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। ইয়াহিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close