ঢাকা অর্থনীতি ডেস্ক: পেশা তার পকেটমার। তবে যেনতেন পকেটমার না। ২০ হাজার টাকা নিচে পকেট মারেন না তিনি। অস্ত্র বলতে একটা সেভিং ব্লেড। তার এক টানেই পকেট সাফ। এমনি পকেটমার ভারতের ৩৩ বছরের যুবক থানেদার সিংহ কুশওয়াহা।
২৭ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও নগদ ১৩ লক্ষ টাকাসহ সোমবার (২৪ ডিসেম্বর) তাকে গ্রেফতার করেছে ভারতের রেলওয়ে পুলিশ।
ভারতের জিআরপি পুলিশের এক কর্মকর্তা জানান, ২০ হাজার টাকার নীচে কখনও পকেট মারেন না কুশওয়াহা। লোকাল ট্রেনে নয়, রীতিমতো ছক কষে টিকিট কেটে দূরপাল্লার ট্রেনে উঠতেন তিনি। প্রতি মাসে এ রকম আটটি ট্রিপে বেরোতেন। তবে প্রতি ট্রিপ থেকেই যাতে কমপক্ষে হাজার বিশেক টাকার জিনিসপত্র হাতিয়ে নেওয়া যায় সেই চেষ্টায় থাকতেন কুশওয়াহা। তার বিরুদ্ধে চারশোর বেশি মামলা ঝুলছে।
মূলত উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা কুশওয়াহা ২০০৪ সাল থেকে ট্রেনে ট্রেনে পকেটমারি করে বেড়াচ্ছেন। বছরের পর বছর এমন কাজ করেই বিপুল সম্পত্তি করেছেন তিনি। থাকেন তেলঙ্গানার চন্দ্রনগরের মতো অভিজাত এলাকায়। তাকে মাসে বাড়ি ভাড়াই গুনতে হয় ৩০ হাজার টাকা। দুই সন্তানকে পড়ান আন্তর্জাতিক স্কুলে। প্রত্যেকের জন্য বছরে খরচ হয় দু’লক্ষ টাকা।