দেশজুড়েপ্রধান শিরোনাম

২০ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ টানা ২০ দিন যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০.৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর আগে লন্ডনের স্থানীয় সময় বুধবার বিকাল ৬টা ২০ মিনিটে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। গত ১৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে যান। সেখানে থাকাকালে ২০ জুলাই তিনি বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন।

লন্ডনে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড এবং লর্ড আহমেদ অব উইম্বলডন পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া লন্ডনের একটি হাসপাতালে চোখের চিকিৎসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Close
Close