বিশ্বজুড়ে
২০ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা
ঢাকা অর্থনীতি ডেস্ক: সৌদি আরবে ২০শে জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। শুক্রবার রাতে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। চাঁদ না দেখা যাওয়ায় আগামীকাল (১১ জুলাই) থেকে আরবি বছরের শেষ মাস জিলহজ শুরু হতে যাচ্ছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই হবে আরাফাতের দিন। করোনার কারণে চলতি বছরও বিদেশিদের হজ পালনের অনুমতি দেয়নি সৌদি সরকার। এবার সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত মোট ৬০ হাজার মানুষকে হজ পালনের সুযোগ দেয়া হয়েছে। এরই মধ্যে তারা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।