দেশজুড়ে

২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চালু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামী ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, এয়ার বাবলের আওতায় দেশটির সঙ্গে আকাশপথে যোগাযোগ শুরু হবে। এয়ার বাবল ফ্লাইটে যাত্রীরা সরাসরি এক গন্তব্য থেকে ফ্লাইটে উঠে নির্দিষ্ট গন্তব্যে নামবেন। তৃতীয় কোনো বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করবে না।

মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া উপহারের ৩১টি অ্যাম্বুলেন্স বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী মন্ত্রীর কাছে এসব অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। মোট ১০৯টি অ্যাম্বুলেন্সের বাকিগুলো এক মাসের মধ্যে হস্তান্তর করা হবে বলে জানান বিক্রম দোরাইস্বামী।

ভারতের কাছ থেকে করোনার টিকা পাওয়া যাবে এমন আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাসের বাকি টিকা দেওয়ার যে আশ্বাস ভারত দিয়েছে, তা তারা পূরণ করবে।

এদিকে, ২২ আগস্ট থেকে দিল্লী, কলকাতা রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close