তথ্যপ্রযুক্তিদেশজুড়েশিক্ষা-সাহিত্যস্বাস্থ্য

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের প্র‌তিষ্ঠা পাবে: জয়

ঢাকা অর্থনীতি ডেস্ক: ‘বাংলা‌দেশ ২০৪১ সা‌লের ম‌ধ্যে এক‌টি উন্নত রাষ্ট্রের প্র‌তিষ্ঠা পা‌বে। যেখা‌নে আইসিটি খাত সামনের থেকে রেমিট্যান্সের নেতৃত্ব দেবে।’ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এক ভিডিও কনফারেন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্যাটেলাইটের মাধ্যমে ভোলায় ই-এডু‌কেশন সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযু‌ক্তি বিষয়ক উপ‌দেষ্টা সজীব ওয়া‌জেদ জয় এসব কথা বলেন।

ভোলা জেলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন চ‌রের ১নং মদনপুর ইউনিয়নের চর মদনপুর ৩৮নং মদনপুর চর পদ্মা মকবুল আহম্মেদ জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ে এই সেবা উদ্বোধন ক‌রেন তি‌নি।

সজীব ওয়া‌জেদ জয় ব‌লেন, ‘আইটি ও টেলি কমিউনিকেশন সেক্টরের উন্ন‌তির ফ‌লে ডি‌জিটালাইজেশনের মাধ্য‌মে সব তথ্যপ্রযু‌ক্তি সাধারণ মানু‌ষের দোরগোড়ায় পৌঁ‌ছে গে‌ছে।’ আইটি সেক্ট‌রে বাংলা‌দেশ-২০২১ সা‌লের ম‌ধ্যে উন্নত রাষ্ট্রের কাতা‌রে পৌঁছাবে ব‌লে তি‌নি আশাবাদ ব্যক্ত করেন।

এ সম‌য় সরকা‌রের সব উন্নয়ন কার্যক্রম নি‌য়ে দৌলতখান-বোরহানউদ্দিন এলাকার সংসদ সদস্য আলী আজম মুকুলের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। ‌

এমপি মুকুল ব‌লেন, দৌলতখা‌নের অবহেলিত বিচ্ছিন্ন চরের তিনটি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ‌শিক্ষার আলো পৌঁছে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ‘সরকারের ব্যাপক উন্নয়নের ছোঁয়ায় চরাঞ্চলের মানুষের জীবনমানের প্রসার ঘটেছে। ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে, কোনও মানুষই এখন বিচ্ছিন্ন নয়।’

এ সময় তি‌নি মদনপুর চ‌রে বেড়িবাঁধ ও ১০ শয্যা হাসপাতাল করার দাবি জানান। প‌রে উপ‌স্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সজীব ওয়া‌জেদ জয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রসাশক মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মো. কায়সার, জেলা শিক্ষা অফিসার জাকিরুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদারসহ অনেকে।

/এএস

Related Articles

Leave a Reply

Тест на Rychlý IQ test: houbu v lese najdete do 5 Ve hře Hádanku každý pátý vyřeší: Najděte 'divokou' chybu v místnosti za 5 sekund: jednoduchý IQ Chyba na obraze: najděte ji
Close
Close