খেলাধুলা

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক যৌথভাবে বাংলাদেশ-ভারত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। এর আগে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সাথে আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ। এছাড়া ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও বাংলাদেশ এককভাবে আয়োজন করেছিল।

আইসিসির ওয়েবসাইটে ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির সাদা বলের বৈশ্বিক সকল টুর্নামেন্টের আয়োজক আজ নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক হবে ভারত ও শ্রীলঙ্কা।

২০২৭ বিশ্বকাপ ক্রিকেটের যৌথ আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এর ১২ মাস পরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।

২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে আয়োজক হিসেবে থাকবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আর, ২০৩১ সালে ভারত ও বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটের আসর বসবে অক্টোবর-নভেম্বর মাসে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close