খেলাধুলা

২০২৮ পর্যন্ত আইপিএলের স্পন্সরশিপ নিয়েছে টাটা

ঢাকা অর্থনীতি ডেস্ক: ২০২৮ পর্যন্ত আইপিএলের টাইটেল স্পন্সরশিপ নিয়েছে টাটা গ্রুপ। পাঁচ মৌসুমের জন্য তারা প্রদান করবে ২ হাজার ৫০০ কোটি রূপি। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই যেন, টাকার ঝনঝনানি। সেটি স্পন্সর হোক কিংবা খেলোয়াড় সাইনেই হোক ক্রিকেটের সবচেয়ে দামি ফ্রাঞ্জাইজি আইপিএল। সেজন্য এই টুর্নামেন্টের স্পন্সরশিপ নিতে কাড়াকাড়ি পড়ে যায় স্পন্সরদাতাদের মধ্যে।

গত দুই মৌসুমেও আইপিএলের টাইটেল স্পন্সর ছিল টাটা। এবার তাদের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতি মৌসুমের জন্য বিসিসিআইকে ৫০০ কোটি রুপি দেবে টাটা গ্রুপ। আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ টাইটেল স্পন্সরশিপ বিক্রির রেকর্ড।

এর আগে দুই হাজার ১৯৯ কোটি রুপিতে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ভিভোর সঙ্গে চুক্তিবদ্ধ ছিল বিসিসিআই। তবে ২০২০ সালের জুনে তাদের সঙ্গে সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করে ভারতীয় বোর্ড।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close