গার্মেন্টসব্যাংক-বীমাশিল্প-বানিজ্য
২০২১ সালের মধ্যে পোশাককর্মীদের মজুরি হবে ডিজিটাল পদ্ধতিতে
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক শিল্পখাতের ৯০ শতাংশ শ্রমিককে ডিজিটাল ওয়েজ পেমেন্টের আওতায় আনা হবে। বর্তমানে ১.৫ মিলিয়ন তৈরি পোশাক কর্মী এ পদ্ধতিতে মজুরি পাচ্ছেন।
ডিজিটাল পদ্ধতিতে মজুরি প্রাপ্তির ক্ষেত্রে পুরুষ শ্রমিকদের তুলনায় নারীরা পিছিয়ে রয়েছে। আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করতে নারী শ্রমিকদেরকে ডিজিটাল পেমেন্টের আওতায় আনার ওপর অগ্রাধিকার দিতে হবে।
বুধবার (২০ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় আয়োজিত বাংলাদেশ ডিজিটাল ওয়েজ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এতে প্রধান অতিথি ছিলেন।
এ-টু-আই প্রকল্পের পলিসি এডভাইজার অনির চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে কর্মসম্পাদনের ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। ই-ফাইলিং ব্যবস্থাপনায় শিল্প মন্ত্রণালয় শীর্ষস্থান দখলকারী মন্ত্রণালয়গুলোর তালিকায় অন্যতম। রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোতে ই-পূর্জি চালুর মাধ্যমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুযোগ কাজে লাগানো হচ্ছে। ডিজিটাল ওয়েজ পেমেন্ট পদ্ধতি চালুর ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের সর্বাত্মক সমর্থন থাকবে।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প কর্মসূচি আজ সাফল্যের দ্বার প্রান্তে। বর্তমানে বাংলাদেশের ১০০ মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এর পাশাপাশি দেশে ১শ ৬০ মিলিয়ন মানুষের কাছে মোবাইল সিমকার্ড রয়েছে। তৈরি পোশাক শিল্পখাতের প্রত্যেক শ্রমিক ন্যূনতম একটি করে মোবাইল ফোন ব্যবহার করছেন। এ বাস্তবতায় অল্প সময়ের ব্যবধানে সকল তৈরি পোশাক শ্রমিককে ডিজিটাল ওয়েজ পেমেন্টের আওতায় আনা সম্ভব হবে।