খেলাধুলা

২টি ম্যাচে লাল জার্সি পরতে হবে টাইগারদের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সাম্প্রতিক সময়ে আইসিসির বড় ইভেন্টে হোম অ্যান্ড অ্যাওয়ে জার্সির ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। আসন্ন ক্রিকেট বিশ্বকাপেও তা দেখা যাবে। গেল তিন-চারটি মেগা আসরের ন্যায় এবারও কয়েকটি দলকে অ্যাওয়ে জার্সি পরতে হবে।

এর মধ্যে রয়েছে বাংলাদেশ। গেল শনিবার টাইগারদের জন্য অ্যাওয়ে ম্যাচের জার্সি প্রকাশিত হয়েছে। দুটি ম্যাচে লাল রঙের কিট পরে খেলবেন টাইগাররা।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বকাপে আরও চার দলকে এবার অ্যাওয়ে জার্সি পরতে হবে। ভারত, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান আছে এ তালিকায়। দলগুলোর মূল জার্সির রঙ (সবুজ) প্রায় একই রকম হওয়ায় এ পথে হাঁটা আইসিসি ও বোর্ডগুলোর।

বিশ্বকাপে বাংলাদেশের দুটি জার্সি। একটি সবুজ (হোম), অন্যটি লাল (অ্যাওয়ে)। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ভারত, শ্রীলংকা ও পাকিস্তানের মূল জার্সির রঙ (সবুজ) প্রায় একই হওয়ায় এ তিন দলের ম্যাচে যেকোনো এক দলকে অ্যাওয়ে জার্সি পরিধান করতে হবে।

আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবে বাংলাদেশ। এতে মাশরাফি-সাকিবদের অ্যাওয়ে জার্সি পরতে হবে। লাল জার্সি পরেই গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করতে হবে তাদের।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close