দেশজুড়েপ্রধান শিরোনাম

১ কেজি পেঁয়াজের জন্য আধা কিলোমিটার দীর্ঘ লাইন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পেঁয়াজের কেজি যখন দুইশ টাকার বেশি তখন হাহাকারের মধ্যে থাকা সিলেট নগরবাসীকে মাত্র ৪৫ টাকায় পেঁয়াজ দিচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১৮ নভেম্বর) নগরের তিনটি পয়েন্টে টিসিবির মাধ্যমে খোলা বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে।

সোমবার সকাল ১০টা থেকে নগরের আম্বরখানা, কিন ব্রিজের মোড় ও দক্ষিণ সুরমা মার্কাস মসজিদ মোড়ে ৩টি ট্রাকের মাধ্যমে ৭ হাজার ২০০ কেজি পেঁয়াজ বিক্রি শুরু হয়। নির্ধারিত সময়ের অনেক আগে থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে তিন স্থানই। এ সময় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ লাইন পড়ে যায়।

টিসিবি ডিলার আয়শা স্টোরের মালিক আবদুর রউফ বলেন, সকাল থেকেই খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। সরকার নির্ধারিত মূল্য ৪৫ টাকা কেজি দরে নগরের তিন স্থানে ৩টি ট্রাকের মাধ্যমে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে।

তিনি বলেন, সিদ্ধান্ত ছিল জন প্রতি ২ কেজি করে পেঁয়াজ বিক্রি করার। কিন্তু ক্রেতাদের সংখ্যা বেশি হওয়ায় বাধ্য হয়ে এক কেজি করে দেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close