বিশ্বজুড়ে
১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডস শনিবার
ঢাকা অর্থনীতি ডেস্ক: ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার (৪ ডিসেম্বর)। শো-টাইম মিউজিকের আয়োজনে নিউইয়র্কের জ্যামাইকার আমাজুরা হলে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বহি:র্বিশ্বের সবচেয়ে বড় এ বিনোদন আসর।
অনুষ্ঠানে অংশ নিতে ঢালিউড ও বলিউডের তারকা শিল্পীরা ইতোমধ্যে নিউইয়র্কে এসে পৌছেছেন। এ বছর ঢালিউড অ্যাওয়ার্ডস-এ অংশ নিচ্ছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন, চলচ্চিত্রের সুপারস্টার নায়ক শাকিব খান, বাপ্পি চৌধুরী, শবনম, বুবলী, অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, আজমেরী হক বাঁধন, আনিসুর রহমান মিলন, শিরীন শিলা, আমান রেজা, সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী।
উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন শীলা, বলিউড শিল্পী ও আইটেমগার্ল খ্যাত নারগিস ফাখরি, ভারতীয় সঙ্গীতশিল্পী মিতালী মুখার্জিসহ আরও অনেকে।
শো-টাইম মিউজিকের কর্নধার আলমগীর খান আলম বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর পর ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হচ্ছে। এ বছর তারকা শিল্পীরাও এসেছেন অনেকে।
তিনি আরও জানান, নিউইয়র্কের বিনোদন প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিন টিকিট কিনছেন তারা। নিউইয়র্কের বাইরে থেকেও দর্শকরা আসছেন। নিউইয়র্কের তিনটি বরোতে বিভিন্ন স্থানে টিকিট পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানের দিন ভেন্যুতেও টিকেট পাওয়া যাবে।
টিকিট প্রাপ্তির স্থান- জ্যাকসন হাইটসের খামার বাড়ি ও মল্লিকা গ্রোসারি, জ্যামাইকার বোম্বে ভিডিও, কাওরান বাজার ও আপনার ফার্মেসী, ব্রুকলিনের সূচনা গ্রোসারি এবং ব্রঙ্কসের তানিয়া বিউটি সেলুন ও খলিল বিরিয়ানি হাউজ।
/এএস