দেশজুড়ে
১৯টি ক্ষেত্রে ৯৫টি প্রতিশ্রুতি দিয়ে তাবিথের ইশতেহার
ঢাকা অর্থনীতি ডেস্ক: ১৯টি ক্ষেত্রে ৯৫টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। রাজধানীর গুলশানের একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন তিনি।
তিনি বলেন, মশক নিধনে আগের মেয়ররা অযোগ্যতার প্রমান দিয়েছে। ইন্টিলিজেন্ট সিটি হিসেবে গড়ে তুলতে হবে ঢাকাকে যা প্রতিশ্রুতিতে দেয়া আছে।
এ সময় ঢাকা শহরের পরিচ্ছন্নতার উপর জোর দিয়ে বিএনপির মেয়র প্রার্থী বলেন, ‘বাড়ি-ঘর, অফিস, হাসপাতালগুলো থেকে বর্জ্য বিভিন্ন পর্যায়ে ভাগ করে সরিয়ে নেয়া। যে সকল বর্জ্য রিসাইকেল করা যাবে, আমরা প্রত্যেকটা এলাকাতে রিসাইকেল সেন্টার গড়ে তুলে বর্জ্যগুলো সেখানে পাঠিয়ে দিব।’
তাবিথ আওয়াল আরও বলেন, ঢাকাবাসীর সাথে কথা বলেই ইশতেহার তৈরি করা হয়েছে। জনগনকে সাথে নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
/এএস