দেশজুড়েপ্রধান শিরোনাম

১৮ অক্টোবর থেকে সারাদেশে ইন্টারনেট-ডিশ বন্ধের হুঁশিয়ারি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর দুই সিটি কর্পোরেশনে চলছে ঝুলন্ত তার অপসারণের কাজ। বিকল্প ব্যবস্থা না নিয়ে সিটি কর্পোরেশনের এমন উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। তার অপসারণের কাজ বন্ধ না করলে সারাদেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আইএসপিএবি ও কোয়াবের এক যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন সংগঠন দু’টির নেতারা।

আইএসপিএবি সভাপতি এমএ হাকিম জানান, বিকল্প ব্যবস্থা না করে দেয়া পর্যন্ত অনুরোধ করবো তার অপসারণ কাজ থামিয়ে রাখতে। ১৭ অক্টোবরের মধ্যে এর সমাধান না করলে ১৮ তারিখ থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সারাদেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

এ সময় সংগঠন দু’টির পক্ষ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-

১. স্থায়ী সমাধান না করা পর্যন্ত কোনো ঝুলন্ত তার অপসারণ করা যাবে না।
২. আইএসপিএবি, কোয়াব, বিটিআরসি, এনটিটিএন এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে লাস্ট মেইল কেবল স্থাপন করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে একটি কমিটির মাধ্যমে সরেজমিন তদন্তের ব্যবস্থা করতে হবে।
৩. সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বাসা-বাড়ি, অফিস-ব্যাংকসহ সব পর্যায়ের ইন্টারনেট ও কেবল টিভি সেবার মূল্য নির্ধারণ করতে হবে।
৪. গ্রাহক পর্যায়ে স্বল্পমূল্যে ইন্টারনেট ও কেবল টিভি সেবা দিতে এনটিটিএন এর মূল্য সরকার থেকে নির্ধারণ করতে হবে।
৫. এনটিটিএনগুলোর (নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) গ্রাম পর্যায়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের সার্বিক সক্ষমতা আছে কিনা তা যাচাইয়ের ব্যবস্থা থাকতে হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close