দেশজুড়েপ্রধান শিরোনাম

১৭টি শর্তে শনিবার থেকে খুলছে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর শনিবার থেকে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শনিবার থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে জানিয়েছেন ডিসি মো. ইলিয়াস হোসেন।

বুধবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চট্টগ্রামের ডিসি কার্যালয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সব বিনোদন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

চট্টগ্রামের ডিসি কার্যালয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সব বিনোদন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়

ডিসি জানান, স্বাস্থ্যবিধি সংক্রান্ত ১৭টি শর্তে শনিবার থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত ও চিড়িয়াখানাসহ সব বিনোদন কেন্দ্র থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। কেউ শর্ত ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় ১৮ মার্চ সিএমপি ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ সিদ্ধান্তে পতেঙ্গা সমুদ্র সৈকত, চিড়িয়াখানা, ফয়’স লেক, কর্ণফুলী শিশুপার্ক ও আগ্রাবাদ জাম্বুরি পার্কসহ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close