তথ্যপ্রযুক্তিদেশজুড়েপ্রধান শিরোনাম
১৭টি চ্যানেলের ক্লিন ফিড পেয়েও না চালানো শর্তভঙ্গ: তথ্যমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্ক: ১৭টি টিভি চ্যানেলের ক্লিন ফিড আসার পরও সেগুলো অনেক কেবল অপারেটর চালাচ্ছেন না। তারা শর্তভঙ্গের অভিযোগে অভিযুক্ত হবেন বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার (০৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিদেশি চ্যানেল ইস্যুতে সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। বিবিসি, সিএনএন, আল জাজিরাসহ ১৭টি টিভি চ্যানেলের ক্লিন ফিড পাওয়ার পরেও যারা সেটি চালাচ্ছেন না তারা শর্তভঙ্গের অভিযোগে অভিযুক্ত হবেন বলেও জানান মন্ত্রী।
তবে, ক্যাবল অপারেটরদের নেতারা বলছেন, এসব চ্যানেলের ক্লিন ফিডও ছোট ছোট বিজ্ঞাপন চলে। যা প্রচার করলে জরিমানার আশঙ্কা রয়েছে। সরকার তালিকা করে দিলে সেই অনুযায়ী বিদেশি চ্যানেল প্রচার করার জন্য তারা প্রস্তুত রয়েছে বলেও জানান তারা।
এদিকে এর আগে, সোমবারের মধ্যে ক্লিন ফিড নিয়ে জটিলতা দূর না হলে আন্দোলনে যাবার হুমকি দেন ক্যাবল অপারেটররা। তাদের এ ধরনের আন্দোলনের কথা বলা অযৌক্তিক বলেও মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।