আমদানি-রপ্তানীজীবন-যাপনশিল্প-বানিজ্য
১৬০ সিসি ডুয়েল এবিএসে পালসারের নতুন স্পোর্টস বাইক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ এবার পালসারের নয়া সংযোজন স্পোর্টস বাইক। এক সময় যাতায়াতের জন্য যেকোনো একটা বাইক হলেই চলত। কিন্তু বর্তমানে পাল্টে গেছে রুচির ধরন। আর তাই বাজারে দাম ও ডিজাইনের ভিন্নতা অনুযায়ী বিভিন্ন ধরনের বাইক রয়েছে। তবে বর্তমানে তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে স্পোর্টস বাইক।
স্পোর্টস বাইকের কথা শুনলেই বাইকপ্রেমীদের পছন্দের তালিকার কেন্দ্রবিন্দুতে থাকে পালসারের নাম। কারণ, দেশে স্পোর্টস বাইকের সূচনা থেকে যত বিপ্লব, তা পালসার দিয়েই হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এ বাইকের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাও বেড়েছে।
পালসার মানেই বাইকপ্রেমীদের কাছে আলাদা এক শক্তির নাম। সবাইকে বাইক চালাতে উৎসাহ প্রদানে পালসার এখন নিয়ন্ত্রণ ও নির্ভুলতায় গুরুত্ব দিয়েছে। যে কারণে প্রতিষ্ঠানটি বাজারে নতুন ধরনের স্পোর্টস বাইক ‘বাজাজ পালসার এন১৬০ মোটরসাইকেল’ এনেছে। ১৬০ সিসির এ বাইকে রাখা হয়েছে ডুয়েল-চ্যানেল এবিএস।
উত্তরা মোটর্স লিমিটেডের হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান গণমাধ্যমে জানান, এ বাইকে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও আন্ডারবেলি এগজস্ট রয়েছে। এর সঙ্গে আরও থাকছে ৩৭এমএম ফ্রন্ট সাসপেনশন এবং ৩০০ সস ডিস্ক ব্রেক।
নতুন এ বাইকটিতে থাকা টুইন-চ্যানেল এবিএস ফিচারের সুবিধা হলো, চাকা লক না হওয়া, আটকে যাওয়া কিংবা রাস্তায় চাকা যেন পিছলে না যায়, সেসব ক্ষেত্রে সাহায্য করবে। আর দুর্দান্তভাবে গতি বাড়াতে ও থামাতে সাহায্য করবে ৩৭ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন।
বাইকটির কুলিং সিস্টেম ওয়েল কোল্ড ও সিঙ্গেল সিলিন্ডারে ৪টি স্ট্রোক আছে। এর সর্বোচ্চ শক্তি ১৫ দশমিক ৬৯ বিএইচপি ও ৮ হাজার ৭৫০ আরপিএম, সর্বোচ্চ টর্ক ১৪ দশমিক ৬৫ এনএম ও ৬ হাজার ৭৫০ আরপিএম।
বাইকটিতে ইউএসবি চার্জিং পয়েন্ট ও হাইটেক লুক রয়েছে, যা জীবনকে আরও আধুনিক করবে। এর সঙ্গে দুটি ধাতব রঙের আবহে বাইকটি ডিজাইন করা হয়েছে। বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। সঙ্গে ক্রেতা আরও পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি ও চার বছরের সার্ভিসিংয়ের সুবিধা।
বাইকটি মাইলেজ হবে প্রতি ঘণ্টায় ৪০ কিমি বলে প্রত্যাশা করা হচ্ছে। বাইকটির সামনের চাকার মাপ ১০০/৮০-১৭ ও পেছনের চাকার মাপ ১৩০/৭০-১৭ রাখা হয়েছে। এর সঙ্গে রয়েছে টিউবলেস খুদাই করা টায়ার। বাইকটির জ্বালানী সক্ষমতা ১৪ লিটার, ফুয়েল ইনজেকশন ব্যবস্থাও আছে।
বাইকটির ওজন ১৫৪ কেজি, হুইল বেইজ ১ হাজার ৩৫৮ এমএম, উচ্চতা ৭৯৫ এমএম ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ এমএম। জিডিটাল অডোমিটারের সুবিধাও আছে এতে।
/আরএম