দেশজুড়ে
১৫ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাজীপুরে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন কুদ্দুছ নগর এলাকা থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইছাকুড়ি এলাকার মৃত. সাইদুর রহমানের ছেলে মনিরুজ্জামান মিলন (২৮) ও একই উপজেলার বানিরচর পূর্বপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে নাজমুল হুদা (২৪)।
সহকারী পুলিশ কমিশনার মো. সোহরাব হোসেন জানান, কোনাবাড়ী থানাধীন কুদ্দুছ নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে মনিরুজ্জামান মিলন ও নাজমুল হুদাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৬০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারা এগুলো বিক্রির উদ্দেশ্যে গাজীপুরে নিয়ে আসছিল। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।