দেশজুড়ে
১২ জন প্রাণ হারানো বাংলাদেশি শান্তিরক্ষী পাচ্ছেন জাতিসংঘের সম্মাননা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালনকালে আগামী শুক্রবার (২৪ মে) শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ১২ বাংলাদেশি শান্তিরক্ষাকারীকে সম্মাননা জানাবে জাতিসংঘ।
জাতিসংঘ প্রতিষ্ঠার পর ১৯৪৮ সাল থেকে শান্তিরক্ষা মিশনে প্রাণ হারানো শান্তিরক্ষাকারীদের স্মরণে এদিন পুষ্পস্তবক অর্পণ করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
সম্প্রতি এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, এদিন ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত শান্তিরক্ষা মিশনে প্রাণ হারানো ১১৯ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষাকারীদের মরণোত্তর দ্যাগ হ্যামারশেল্ড মেডেল প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশি শান্তিরক্ষাকারীরাও ওই সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন।
১২ বাংলাদেশির মধ্যে রয়েছেন—এসএনকে অর্জন হাওলাদার, এসএনকে মো. রিপুল মিয়া, এসএনকে মোহাম্মাদ জামাল উদ্দিন, ডব্লিউও মোহাম্মাদ আবুল কালাম আজাদ, এসএনকে মোহাম্মাদ রায়হান আলী, এলসিপিএল মোহাম্মাদ আক্তার হোসেন, এসএনকে মোহাম্মাদ রাশেদুজ্জামান, এসএনকে মো. জানে আলম, এসএনকে মো. মতিয়ার রহমান, এসএনকে মো. মঞ্জুর আলী, এলসিপিএল মো. মিজানুর রহমান এবং এলসিডিআর মো. আশরাফ সিদ্দিকী।