দেশজুড়েপ্রধান শিরোনামরাজস্ব
১০ শতাংশ ডিজেল ব্যবহার কমালে বেঁচে যায় ২০% বৈদেশিক রিজার্ভ; নসরুল হামিদ
ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশে ১০ শতাংশ ডিজেল ব্যবহার সাশ্রয় করতে পারলে ২০ শতাংশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেঁচে যায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার (২২ জুলাই) সকালে রাজধানীর বারিধারার বাসভবনে জ্বালানি সংকট ও বিদ্যুৎ পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে সাংবাদিকদের একথা জানান নসরুল হামিদ। এ সময় প্রতিমন্ত্রী জানান, ৯০ ভাগ ডিজেল পরিবহণ খাতে ব্যবহার হয়।
ডলার বাঁচাতে ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হয়েছে বলেও জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এর আগে, জ্বালানি খরচ কমাতে ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে সরকার। এরপর, সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়।