দেশজুড়েপ্রধান শিরোনাম
১০ বিভাগে বিএনপির সমাবেশ
ঢাকা অর্থনীতি ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকাসহ ১০ বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সব বিভাগে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এই বিভাগীয় সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
এ দিকে বিভাগীয় সমাবেশ সফল করতে বিএনপির শীর্ষ নেতারা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় পৌঁছে গেছেন। তাদের মধ্যে ঢাকার সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন।
এ ছাড়া কুমিল্লায় খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহীতে মির্জা আব্বাস, খুলনায় গয়েশ্বর চন্দ্র রায়, বরিশালে আবদুল মঈন খান, চট্টগ্রামে নজরুল ইসলাম খান, ময়মনসিংহে আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিলেটে সেলিমা রহমান, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান বরকতউল্লা ও রংপুরে মো. শাহজাহান প্রধান অতিথি থাকবেন।
অন্যদিকে, বিএনপি কর্মসূচির নামে যাতে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজধানীতে পাহারায় থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, কর্মসূচির নামে বিএনপি যাতে সহিংসতা না করতে পারে, সেজন্য রাজধানীতে কড়া পাহারায় থাকবেন নেতাকর্মীরা।